বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে জামায়াতের সিরাতুন্নবী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর রাতে উপজেলার রহমতপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়ারিকা, মানিককাঠি ও রহমতপুর
ওয়ার্ড শাখার আয়োজনে স্থানীয় মানিককাঠি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সীরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রহমতপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মোঃ হাসান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জামায়াত ইসলামীর বরিশাল মহানগর আমীর এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের জায়ামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
জামায়াতের নেতা মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সালাম মাঝি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ আকবর আলী। বাবুগঞ্জ উপজেলা বায়তুলমাল সম্পাদক মোঃ ফারুক হোসেন, দেলোয়ার হোসেন, মোঃ আবুল হোসেন ও খান মোঃ হোসেন আলী প্রমূখ।
সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, তাঁর আদর্শ ও কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।