বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরিশালে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাকে মারধর করলো কলেজের প্রভাষক!

বাংলাদেশ বাণী ডেস্ক॥

অনলাইন ডেস্ক : মহান বিজয় দিবসের দিন বিকেলে বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আইনুল হককে মারধর করে আহত করা হয়েছে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

এবিষয়ে বীর মুক্তিযোদ্ধা মো. আইনুল হক বলেন, ১৬ ডিসেম্বর বিকেলে বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের সীমানা প্রাচীরের নির্মান কাজ নিয়ে জমির মালিকদের সাথে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে আমার কথা হচ্ছিলো।

এসময় বাইশারীর কলেজের প্রভাষক মো. কাইয়ুম হোসেন আকস্মিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আমার ওপর হামলা চালায়।

মহান বিজয় দিবসের দিনে জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাকে মারধর করায় এলাকাবাসী ও বানারীপাড়া মুক্তিযোদ্ধা সংগঠন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অনতিবিলম্বে হামলাকারীকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেছেন।

হামলার অভিযোগ অস্বীকার করে বাইশারীর কলেজের প্রভাষক মো. কাইয়ুম হোসেন বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরধরে মুক্তিযোদ্ধা আইনুল হকের সাথে আমার বাগবিতন্ডা হয়েছে। সেখানে হামলার কোন ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, জমিজমা নিয়ে বিরোধের জেরধরে বীর মুক্তিযোদ্ধা আইনুল হকের সাথে কাইয়ুম হোসেনের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *