বন্দর প্রতিনিধি,বরিশাল ॥
বরিশালের বন্দর থানায় পূর্বের একটি ফসল ক্ষতির ঘটনা নিয়ে বিরোধ, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ।
ফসলের মালিক মো. আনছার সরদার পিতা আদম আলী সরদার চাদঁপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর বাসিন্দা।
তিনি বলেন, তার পা ভেঙে ফেলে তার প্রতিপক্ষ স্থানীয় দুধ বিক্রেতা ফারুক ও তার ছেলে পারভেজ।
পরবর্তী সময়ে থানায় জিডি করা হলে মো. ফারুক ও তার পুত্র পারভেজ কে পুলিশ গ্রেফতার করেন এবং তারা ১৭ দিন জেল খাটার পর জামিনে মুক্তি পান ।
আরো জানান, তারা জামিনে মুক্তি পাওয়ার পর বাড়িতে গিয়ে তাকে বিভিন্ন হুমকি দেয়া হয়।
গতো ৬ ডিসেম্বর রোজ শুক্রবার দিবাগত রাত ১ টার সময় তার বাড়ির আঙ্গিনায় আগ্নিসংযোগ করে ঘটনা স্থলে স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আগুন নিভাতে সক্ষম হন।
এতে আনছার সিকদার বলেন, তার এই অগ্নিসংযোগ কর্মকান্ডের সাথে তারা পিতা ও ছেলেই জড়িত।
এ বিষয় স্থানীয় জনপ্রতিনিধিকে জানানো হয়েছে বলেও দাবী করেন ভুক্তভোগী।