শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

ভোলা জেলা প্রশাসক একটি ট্রাই সাইকেল প্রদান করেন ইউনুছকে

এম এম রহমান, জেলা প্রতিনিধি ভোলা॥ 
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই বাস্তবতার আলোকেই প্রতিটি মানুষ পরস্পর  পরস্পরের  সহযোগিতা প্রাপ্য। আর সেই দৃষ্টিকোন থেকেই দেশের সরকার বা প্রশাসন ব্যবস্থা সাজানো।
সোমবার (৯ ডিসেম্বর) ভোলার জেলা প্রশাসক তেমনই একটি কাজের বাস্তবায়ন করলেন একজন প্রতিন্ধীকে একটি ট্রাই সাইকেল দানের মাধ্যমে।
তথ্য সূত্রে জানা যায় ভোলা সদর উপজেলাধীন উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা বজলুর রহমান এর ছেলে মোঃ ইউনুছ এর দুটি হাত ও ১টি পা থাকলেও তার ডান পা নেই। অসহায় দুস্ত ইউনুছ অর্থাভাবে চলাচলের কোন ব্যবস্থা করতে না পেরে একটি ট্রাইসাইকেলের জন্য আবেদন করেন ভোলার জেলা প্রশাসক বরাবর।
জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান অসহায় ইউনুছ এর আবেদনে খুব দ্রুত সারা দিয়ে ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে একটি ট্রাই সাইকেল প্রদান করেন ইউনুছকে। আর ইউনুছ পেলো বেঁচে থাকার জন্য একটি স্বপ্নের সিঁড়ি। যা তার মুখের হাসিতেই প্রকাশ পেলো।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

আরো পড়ুন

সরকারি বিএম কলেজে সাড়স্বরে বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক ।। তীব্র তাপদাহ ও বরাবরের আয়োজন ছাপিয়ে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে উৎসবমুখর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *