শুক্রবার, মে ৯, ২০২৫

বিপিএলে বরিশালের হয়ে মাঠে দেখা যাবে শাহিন আফ্রিদিকে

বাংলাদেশ বাণী ডেস্ক॥

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে মাঠে দেখা যাবে পাকিস্তানি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের এই তারকা প্লেয়ার এবার মাতিয়ে তুলবেন বিপিএলের আসর। ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া ক্রিকেটের এই আসরে মাঠে দেখা যাবে পেসার আফ্রিদিকে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি এ তথ্য জানায়।

আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে দেশীয় ক্রিকেটের জমকালো আসর বিপিএল। ওই সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজের কথা রয়েছে। ফলে বিপিএলের শুরু থেকেই এই তারকা ক্রিকেটারকে পাওয়া যাবে কিনা তা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।

এ মাসের ২৬ ডিসেম্বর সিরিজের প্রথম ও ৩ জানুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। টেস্ট সিরিজের দলে থাকলে আফ্রিদিকে ৭ জানুয়ারির পর বিপিএলে পাওয়া যাবে বলে জানা গেছে।

এবার বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারের সংখ্যা কিছুটা কম দেখা যাচ্ছে। বড় নামের মধ্যে প্রথম শাহিন শাহ আফ্রিদিকে দলে ভেড়াল ফরচুন বরিশাল। এছাড়াও আরো কয়েকটি দলে পাকিস্তানি ক্রিকেটাররা যোগ দেয়ার গুঞ্জন রয়েছে। নতুন কোনো নাম যোগ হয় কিনা তা দেখতে শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে দর্শকদের।

আরো পড়ুন

বরিশালে বিপিএলের শিরোপা উৎসব পন্ড, হাজার হাজার জনতা হতাশ

নিজস্ব প্রতিবেদক  আয়োজকদেরর অব্যবস্থাপনা আর অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারনে বরিশালে পন্ড হয়ে গেছে বিপিএলের শিরোপা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *