ভূঁইয়া কামাল, মুলাদী প্রতিনিধি ॥
বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে জায়গা জমির বিরোধ নিয়ে যুবদল নেতা তানভীরকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের খলিল হাওলাদারের পুত্র জামালহাওলাদারের নেতৃত্বে মোঃ ফজলু হাওলাদার, গনি হাওলাদার, হাসান ও বাবুসহ একাধিক যুবক দেশীয় অস্ত্র নিয়ে একই এলাকার মিজান হাওলাদের পুত্র মোঃ তানভীর (৩০) কে কুপিয়ে মাথায় জখম করে।
গুরুতর আহত তানভীরকে স্থানীয় লোকজন উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়ছে। এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের নিকট দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আহত রাকিব ও অভিযোগ সূত্রে জানাযায় রাকিব তাদের নিজস্ব জমিতে লোক দিয়ে হাল চাষ করতে গেলে জামাল হাওলাদের নেতৃত্ব হামলা করা হয় । আহত রাকিব ১নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক।
এ ঘটনায় আহতের পরিবার মুলাদী থানায় মামলা করার প্রস্তুুতি নিচ্ছে।