নলছিটি প্রতিনিধি ॥
ঝালকাঠির নলছিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি পৌর শাখার গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বিকালে নলছিটি ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠে এ সমাবেশ আয়োজন করা হয়। এতে মাওলানা মামুন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডাঃ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস মল্লিক, মাওলানা মোঃ শাহজালাল হোসাইন জেহাদী।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা দেশী বিরোধী সকল ষড়যন্ত্র, দুর্নীতি, চাদাবাজি,সন্ত্রাস সকল বৈষম্যের মোকাবেলা ও ভোটাধিকার রক্ষার্থে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীসহ ৯ দফা দাবীর বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি ইসলামি আন্দোলন পৌর শাখার আয়োজনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।