চরফ্যাশন প্রতিনিধি :
চরফ্যাশনের চর মাদ্রাজ ইউনিয়নের এক নুরানি মাদ্রাসার তাফসির মাহফিলের পোস্টারে স্বৈরাচারী আওয়ামী লীগ নেতার নাম বিশেষ অতিথি হিসেবে থাকায় মুসল্লীদের মাঝে চরম ক্ষোভ দেখা গেছে । এ নিয়ে মুসল্লীরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছন।
জানাযায়, চরফ্যাশনের চর মাদ্রাজ ইউনিয়নের বিবি হালিমা খাতুন নুরানি হাফিজি ও এতিমখানার বার্ষিক তাফসীর মাহফিলের অতিথি হিসেবে উপরিউক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই মিয়ার নাম বিশেষ অতিথি হিসেবে পোস্টারে থাকায় সাধারণ মুসল্লীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছন।
দৈনিক বাংলাদেশ বাণীর কাছে কয়েক জন মুসল্লী চরম প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসরা তাদের ক্ষমতার সময় দেশের কোথায়ও ওয়াজ তাফসির মাহফিলের মঞ্চে দেশের আলেম- ওলামাদের কোরআন হাদিস থেকে সময় উপযোগী স্বাভাবিকভাবে কথা বলতে দেয়নি, বিশেষ করে প্রসঙ্গক্রমে কোনভাবে আওয়ামী লীগের বিপক্ষে কোন কথা বলার সাথে সাথে টুটি চেপে ধরত। শারীরিকভাবে লাঞ্ছিত করত। এমনকি তাৎক্ষণিকভাবে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিত, হামলা মামলা করত। অকথ্য ভাষায় গালিগালাজ করত। আলেমদের মান- সম্মান নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করত। তখন তাদের ভয়ে কেউ বাঁধা দেওয়ার সাহস করত না। কেউ বিবেকের তাড়নায় বাঁধা দিলে বাঁধাদানকারীকেও অপমান অপদস্থ হতে হত। মান সম্মান খোয়াতে হত তাদের হাতে। যাদের কাছে নবীদের উত্তরসূরীরা অপমান অপদস্থ হতে হত। তারা আমাদের পরম পূজনীয় আলেমদের সাথে এক টেবিলে বসবে- এটা মেনে নেওয়া যায় না ।
বিগত দিনে আলেম ওলামাদের অপমান অপদস্ত করে তারা এখন একই মঞ্চে আলেমদের পাশে বসবে এটা বেমান।
তাফসির মাহফিল পরিচালনা কমিটির সেক্রেটারি হাবিবুর জানান, আমরা চাই সব দল মত শ্রেণির লোকদের নিয়ে তাফসির পরিচালনা করতে এজন্য বিএনপি আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, ব্যবসায়ী ও এলাকার প্রবীণ লোকদেরও আমাদের তাফসীর মাহফিলে দাওয়াত দিয়েছি।