শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
betagi
betagi

বেতাগীতে কৃষি অফিসের সহযোগিতায় ভার্মিকম্প উৎপাদন

বেতাগী প্রতিনিধি ‍॥

বরগুনা জেলার বেতাগী উপজেলার ৫ নং বুড়া মজুমদার ইউনিয়নের পূর্ব বুড়া মজুমদার গ্রামে পূর্ব বুড়া মজুমদার SACP কৃষক সমিতির  পরিচালনায় ক্লাসটার আকারে।
ভার্মিকম্পোস্ট উৎপাদন করা হয় ও বদ নিখালী এস এ সি পি কৃষক সমিতিতে কেলাস্টার  আকারে ভার্মিকম্প উৎপাদন করা হয়  পূর্ব বুড়া মজুমদার SACP।
কৃষক সমিতির। সভাপতি মোঃ বশির উল্লাহ বাশার বলেন আমাদের সমিতিতে কৃষি অফিসের সহযোগিতায়  উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ তানভীর আহমেদের মাধ্যমে কেলাস্টার  আকারে একটি ভার্মিকম্প পাঁচজনের নামের দেন
তিনি বলেন উপজেলা কৃষি অফিসার মোসাঃ তানজিলা আহমেদ স্যার কে বলার পরে ক্লাসটার আকারে করার জন্য  SACP প্রকল্পের তিনটি ভার্মি কম্পোস্ট বুড়ো মজুমদার ইউনিয়নে দেন। পূর্ব বুড়া মজুমদার SACP কৃষক সমিতির সভাপতি মোঃ বশির উল্লাহ বাশার বলেন । বাংলাদেশ বাণীকে বলেন। আমাকে প্রথমে ২ কেজি বিদেশি কেছুয়া দেন ।
দুই মাস পরে ভার্মি কম্পোস উৎপাদন করা শুরু হয় প্রথম মাসে ৫০০ কেজি উৎপাদন করা হয় । পরের মাসে আমাদের  এক হাজার কেজি উৎপাদন করা হয় ।
আমরা ভার্মি কম্পোস্ট  উপজেলা  কৃষি অফিসার স্যার  মাধ্যমে কেলাস্টার বেতাগী উপজেলা অফিসে বিভিন্ন প্রকল্পের প্রদর্শনী জন্য ভার্মি কম্পোস্ট । আমাদের কাছ অর্ডার করেন   । প্রতি কেজি ভার্মি কম্পোস্ট এর দাম ১৫ টাকা আমাদের অফিসে চাহিদা অনুযায়ী আমরা দিতে পারছি না  কারণ ভার্মি কম্পোস্ট বিভিন্ন ডিলার আমাদের কাছে  বিক্রি করার জন্য অর্ডার দেন সমিতির সদস্যরা বলেন আমাদের ভার্মি কম্পোস্ট গুণগতমান অনেক ভালো তাই আমাদের জমিতে অন্য কোন সার দিতে হয় না । আমাদের বাৎসরিক আয় প্রায় দুই ২ লক্ষ টাকার বেশি বিক্রয় করা হয় আমাদের ব্যয় হয় ৭৫ হাজার লাভ হয় ১ লক্ষ ২৫ হাজার টাকা । উক্ত সমিতির সভাপতি মোঃ বশির উল্লাহ বাশার বলেন আমরা যদি আরো সহযোগিতা পাইতাম। তাহলে আরো বড় ধরনের ভার্মি কম্পোস্ট উৎপাদনের পরিকল্পনা আছে  । বদলি খালী এস এসিপি কৃষক সমিতির সভাপতি শ্যামল মন্ডল বলেন । আমাদের ভার্মি কম্পোস্ট খুব উন্নত আমি আমার জমিতে বাজারের কোন সার ব্যবহার করিনা  কারণ ভার্মিকম্প সে এতটাই মানসম্মত যাতে ফসল বৃদ্ধি করে জমির মান গুণগত ভালো থাকে এবং আমি পানের বড়েদি আমার পাশের জমির চেয়ে আমার পানে বর অনেক ভালো তাই আমারটা দেখাদেখি অন্যান্য লোকেরা আমার কাছে ৫০ কেজি ১০০ কেজি ২০০ কেজি ৫০০ কেজি অর্ডার দেন ।

আরো পড়ুন

কাঠালিয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কাঠালিয়া প্রতিনিধি॥ ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *