শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

লালমোহনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ 

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় ১৩’শত শিক্ষার্থীর মাঝে জাম, আমলকি, বেল, কাঁঠাল ও নিম গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৪টি করে মোট ৫ হাজার ২০০ চারা বিতরণ করা হয়।
২০২৪-২০২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চারা বিতরণ করেন লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন।
এ ছাড়াও এ সময় লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রকিবুল হাসান নিটোল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, আব্দুর রাজ্জাক, রফিকুল আমিন, শংকর চন্দ্র দাস ও টুটুল চন্দ্র সাহাসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা এবং ইসলামিক মডেল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *