ভূঁইয়া কামাল, মুলাদী॥
বরিশালের মুলাদী পৌরসভায় জিয়া মঞ্চের উদ্দ্যেগে র্যালী, লিফলেট বিতরণ ও আলোচনা সভা গতকাল ১২ জানুয়ারী নসোমবার বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুলাদী পৌরসভার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি মুলাদী পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্যাবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
র্যালী ও লিফলেট বিতরণ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুলাদী পৌরসভার কার্যালয়ে মুলাদী পৌরসভা জিয়া মঞ্চের আহবায়ক আঃ সালাম ঢালীর সভাপতিত্বে ও সদস্য সচিব লিটন হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা জিয়া মঞ্চের সভাপতি তালুকদার মোঃ বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালন উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন হাওলাদার, মো. সাইদুল পাঠান, মো. রাশেদ হাওলাদার, মো. মাহাবুব, মো. হাসান ও মো. রায়হান প্রমুখ।