বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
vola
vola

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নাহিদ হাসান (৪২) নামে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি পাবনা সদরের গাছ পাড়ার রামানন্দপুর গ্রামের কোরবান আলী প্রামানিকের ছেলে এবং পল্লী বিদ্যুতের চরফ্যাশন জোনাল অফিসে জুনিয়র কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। গতকাল বুধবার সকালে চরফ্যাশন-দুলারহাট সড়কের জালাল মহাজন চৌমহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুতের চরফ্যাশন জোনাল অফিসের লাইন টেকনিশিয়ান লুৎফর রহমান জানান, এক বছর আগে তিনি পল্লী বিদ্যুতের চরফ্যাশনজোনাল অফিসে জুনিয়র কর্মকর্তা পদে যোগদান করেন। গতকাল সকালে খাসমহল জামে মসজিদে ফজরের নামাজ শেষে নিজ মটরসাইকেল যোগে বাসায় যাওয়ার সময় জালাল  মহাজনের চৌমহনী এলাকায় পৌছলে হামিম একাডেমি নামক একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের মাইক্রোবাসের সঙ্গে তার মটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে  চরফ্যাশন হাসপাতালে  নিলে  ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য  বরিশাল  শেরে বাংলা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন

শেরে বাংলা এ কে ফজলুল হক স্মরণে

আযাদ আলাউদ্দীন ।। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুর পর ‘শেরে বাংলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *