শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় হারতা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয় করন(৩য় পর্যায়) উজিরপুর উপজেলা প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এর উদ্যোগে মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এসময় হারতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন ৩য় পর্যায় এর উপজেলা সমন্বয়ক আফরোজা আক্তার শিউলীর সার্বিক ব্যবস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ হাওলাদার,সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, সহ সভাপতি মোঃ আবুল কালাম ফরাজি,সাংগঠনিক সম্পাদক মোঃ বাহাদুর মোল্লা,হারতা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম তালুকদার,ছাত্রদল সভাপতি মোঃ নাইম খান,কৃষক দলের আহবায়ক মোঃ রফিক গোমস্থা সদস্য সচিব মোঃ শামসুল হক হাওলাদার শ্রমিক দলের আহবায়ক মোঃ বাবুল ফরাজি,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো সিরাজুল ইসলাম ফরাজি, ইউপি সদস্য অঞ্জনা রানি,গৌরী রানি,ইউপি সচিব মোঃ মামুনুর রশীদ মৃধা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় গ্রাম আদালত সম্পর্কিত ডকুমেন্টারি ভিডিও প্রদর্শনী ও সচেতনতা মূলক বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।