মো. বশির উল্লাহ বাশার, বেতাগী প্রতিনিধি: বরগুনা জেলার বেতাগীতে জাতীয়তাবাদী ভূমিহীন ফোরামের উদ্যোগে আওয়ামী ক্যাডারদের দখলে থাকা খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবিতে মানববন্ধন ও উপজেলার নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রধান করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ই ফ্রেরুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পরিষদ সামনে ভূমিহীন ও অসহায় কৃষকের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, বেতাগীতে বিপুল পরিমাণ খাস সম্পত্তি রয়েছে। প্রকৃত ভূমিহীন না হলেও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিলের খাস সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করেছেন আওয়ামী লীগের ক্যাডাররা। বিষয়টি তদন্তসহ প্রভাবশালীদের চিহ্নিত করে লিজ বাতিলসহ প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্তের ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
বেতাগী পৌরসভার বাসিন্দা এনামুল হক বলেন, বেতাগী পৌর আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক হাদিসুর রহমান পান্না ও আওয়ামী লীগের সভাপতি গোলা থাকা একটি চক্র বেতাগী উপজেলা পরিষদের জমি দখল করে বহুতল ভবন সহ অন্তত শতাধিক বিঘা সম্পত্তি ভোগ দখল করছে। এতে করে প্রকৃত ভূমিহীনরা বঞ্চিত হন বলে মনে করেন জাতীয়তাবাদী ভুমিহীন ফোরামের সদস্যগন। ২নং সদর ইউনিয়ন গ্রামের বাসিন্দা মোঃ সুজন বলেন, আওয়ামী লীগের দোস্যরা সরকারি হালট সহ সরকারি খাস জমি দখল করে এসেছে। আওয়ামী লীগের এসব ক্যাডার খাস সম্পত্তি টিকিয়ে রাখতে সকল আওয়ামী লীগের নেতাদের ইন্ধনদাতা আখ্যায়িত করে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। ভূমিহীনদের ন্যায্য দাবিকে রাজনৈতিক রং লাগাতে উঠে পড়ে লেগেছেন আওয়ামী ভূমিদস্যুরা। এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার জনাব বশির গাজী জানান, আমার ইতিমধ্যে সংবাদ পেয়েছি এবং আমরা আইনগত ভাবে ব্যাবস্থা নেওয়া হবে।