বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অংশগ্রহণ

এম এম রহমান, ভোলা 
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. শামীম রহমান। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহামুদ, উপজেলা নির্বাহি অফিসার মোঃ আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সত্যাজিৎ কুমার ঘোষ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান।
প্রদর্শনীতে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার কৃষি ইউনিট, আরএমটিপি প্রকল্প, বিলুপ্তপ্রায় মির কাদিম জাতের গরু, ডেইরি খামার, দেশি ও উন্নত জাতের গরু, মহিষ, মুরগি, গো-খাদ্য প্রদর্শনীসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ও নারী উদ্যোক্তাদের পণ্য স্থান পেয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ের মোট ৩০টি স্টল বসানো হয়।
 অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তারা খামারি ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রাণিসম্পদ খাতে নতুন প্রযুক্তি ও উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।

আরো পড়ুন

নৈস্বর্গিক সৌন্দর্যের পর্যটন সম্ভবনার দ্বীপ তারুয়া

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন : পূর্বে প্রমত্তা মেঘনা, পশ্চিমে খরস্রোতা তেতুলিয়া, উত্তরে বুড়াগৌরাঙ্গ নদ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *