মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

বানারীপাড়ায় ছাদ থেকে পরে কিশোরী মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

বিশেষ প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডে একটি ৬ তলা ভবনের ছাদ থেকে নিচে পরে মৌ (১৪) নামের এক কিশোরী মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই ভবনের ৫ম তলার নুরে জান্নাত নুরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। মৌয়ের এ মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে কোরআনের হাফেজ হওয়ার তার ও তাকে ঘিরে বাবা-মায়ের স্বপ্নেরও মুত্যু ঘটেছে। শুক্রবার (২১ মার্চ) বেলা ১ টার দিকে রোজাদার মৌ ওই ভবনের ছাদ থেকে প্রথমে একতলা টিনের চালা ঘরের ওপর ও সেখান থেকে নিচে পরে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে সে মারা যায়। মৌ ওই সময় ভবনের রেলিংঘেরা ছাদে কেন গিয়ে ছিল এবং সেখান থেকে কিভাবে নিচে পরে গেলো তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। তবে কেউ কেউ ধারণা করছেন কাপড় শুকাতে দিতে সে ছাদে গিয়েছিল। তবে রেলিংঘেরা ছাদ থেকে তার নিচে পরে যাওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মৌ বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন মহুরীর মেয়ের ঘরের নাতনি ও উজিরপুর পৌর শহরের বাসিন্দা মো. শাহিনের মেয়ে। মৌ’র এ মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম। এদিকে ময়না তদন্ত ছাড়া তার মরদেহ দাফনের জন্য বরিশাল জেলা প্রশাসকের অনুমতির প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

উজিরপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীসহ যুবককে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রী ও যুবককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *