নিজস্ব প্রতিবেদক।।
সারা জীবনে প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০বছর দায়িত্ব পালন করতে পারবেন— এ ব্যাপারে বিএনপিসহ তিনটি রাজনৈতিক ছাড়া সব দল একমত হয়েছে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের ফাঁকে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন একাধিক রাজনৈতিক দলের নেতা।
তারা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাঃ সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ ও টার্ম নিয়ে যে ঝামেলা ছিল, সেখানে আমি সংলাপে প্রস্তাব করেছি— ১০ বছরের ব্যাপারে আমরা একমত হয়ে যাই। তাহলে বার বার আর টার্মের ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই। তিনটি দল ছাড়া আমরা সবাই এ ব্যাপারে একমত হয়েছি।
তিনি বলেন, একজন ব্যক্তি সারা জীবনে সর্বোচ্চ ১০বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, এটা যতবারই হোক। আমাদের ৫বছর টার্ম। ন্যাচারালি দুই টার্মে ১০বছর হয়। ফলে দুইবারের বেশি পরিপূর্ণ টার্ম পূরণ করলে তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিশ্বের বিভিন্ন দেশে এমনটি আছে, বাংলাদেশেও এটি আমরা জরুরি মনে করি। সেটির ব্যাপারে আমরা প্রায় ঐকমত্যে পৌঁছেছি।
সারা জীবনে সর্বোচ্চ ১০বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন- প্রস্তাবে একমত না হওয়া দল হচ্ছে- বিএনপি, বিএলডিপি, এনডিএম।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।