এম এম রহমান, ভোলা
বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ভোলায় সমমনা আট দলের শীর্ষ নেতাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকেল চারটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আমির মাস্টার মোঃ জাকির হোসেন।
সভায় নেতারা জানান, জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের পূর্বে গণভোটসহ পাঁচ দফা দাবি আদায়ের অংশ হিসেবে আগামী ২ ডিসেম্বর বরিশাল বেলস পার্কে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ভোলা জেলায় আট দলের সমন্বয়ে বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে।
ময়দানে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে জেলার প্রতিটি উপজেলায় আট দলের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে ভোলা সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে প্রতিনিধি নিয়ে উপজেলা প্রতিনিধি সম্মেলন সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—ভোলা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, মুফতি আব্দুল মোমিন, খেলাফত মজলিসের মাওলানা মোঃ হুমায়ুন কবির ও মাওলানা ছাবেত হোসেন, খেলাফত আন্দোলনের মুফতি সাইফুর রহমান ও মাওলানা আব্দুল হান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আলী আকবর ও মাওলানা শাখাওয়াত উল্লাহ প্রমুখ।
নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে জানান, গণতান্ত্রিক অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে এবং আসন্ন বরিশাল মহাসমাবেশকে ঐতিহাসিক করে তুলতে সর্বস্তরের কর্মীদের প্রস্তুত থাকতে হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।