নিজস্ব প্রতিবেদক।।
প্লাস্টিক দূষণ আর নয়-বন্ধ করার এখনি সময়’ এই প্রতিপাদ্য স্লোগান বিষয় নিয়ে আজ বরিশাল নগরীতে
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
আজ ২৫ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের আয়োজনে নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শরফুদীন, সহযোগিতা অধ্যাপক মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বরিশাল বিশ্ববিদ্যালয় ড. ফেরদৌসী জামান তনুসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে নগরীর লেডিস্ ক্লাব বরিশাল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়।
প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।