কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চল, বিশেষ করে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ পরিস্থিতিতে পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
লঘুচাপের কারণে উপকূলীয় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায়। এতে কর্মজীবী মানুষ, বিশেষ করে দিনমজুর ও ছোট ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন। বাতাসের গতিবেগও কিছুটা বেড়েছে, ফলে যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন।
এ অবস্থায় বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে অবস্থান করতে এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম জানান, “বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে সব ট্রলার মালিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলেরা যেন নিরাপদে থাকেন, সেজন্য সবাইকে সতর্ক করা হয়েছে।”
আবহাওয়াবিদরা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে পরবর্তী নির্দেশনা জারি করা হবে
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।