বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ভোলায় দায়িত্ব পালনকালে সময় টিভির সাংবাদিক ও ক্যামেরাপার্সনের ওপর হামলা

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলার দৌলতখান উপজেলায় সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার মো. নাসির উদ্দিন লিটন (৪৯) এবং ক্যামেরাপার্সন উৎপল দেবনাথের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দৌলতখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নং ৯৫১, তারিখ ২২ আগস্ট ২০২৫ ইং।
জানা গেছে, শুক্রবার (২২ আগস্ট) দুপুরের দিকে দৌলতখান থানাধীন ভবানীপুর এলাকায় হাবু চেয়ারম্যানের বরফ মিলের পাশে সরকার কর্তৃক জেলেদের সহায়তার গরু বিতরণের খবর সংগ্রহের জন্য সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাপার্সন উৎপল দেবনাথ ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছামাত্র স্থানীয় কাজী রাসেল (৪০), নিজাম কাজী (৬০), কাজী রাকিব (২৫) এবং রিয়াজসহ (২৫) কয়েকজন সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন এবং কেন ক্যামেরা নিয়ে সেখানে সংবাদ সংগ্রহ করতে এসেছেন তা নিয়ে প্রশ্ন তোলেন।
পরিস্থিতি উত্তপ্ত হলে তারা সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও উৎপল দেবনাথকে এলোপাথাড়ি ইটপাটকেল মারাসহ ও গায়ে হাত তোলেন। যার ফলে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়। হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।
সাংবাদিক নাসির উদ্দিন লিটন বিষয়টি তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দৌলতখান থানায় হাজির হয়ে ঘটনাটি সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করেন।
গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের হামলার ঘটনায় লালমোহন উপজেলা জার্নালিষ্ট ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শান্তি প্রদানের দাবী জানানো হয়।
আজিম উদ্দিন খান, লালমোহন, ভোলা।
০১৭৩২২১১৬০৬

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *