নিজস্ব প্রতিবেদক।।
বরগুনায় বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ছয় বছর পূর্ণ হলো আজ। ২০১৯সালের ২৬জুন শহরের সরকারি কলেজের মূল ফটকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় শাহনেওয়াজ রিফাত শরীফকে।
২০২০সালের ৩০সেপ্টেম্বর বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রায়ে মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড এবং অপর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এরপর রায় অনুমোদনের জন্য উচ্চ আদালতে পাঠানো হয়। তবে এখনো উচ্চ আদালতের অনুমোদন না মেলায় রায় কার্যকরের প্রক্রিয়া ঝুলে আছে।
২০১৯সালের ২৬জুন কলেজগেট এলাকায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে রিফাতের ওপর হামলা চালানো হয়। বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেলেই মৃত্যু হয় তার। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বরগুনা থানায় মামলা করেন। এই মামলার প্রধান আসামি ছিলেন নয়ন বন্ড, যিনি পরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
এই মামলায় তদন্ত করছিলেন তৎকালীন বরগুনা থানার ওসি মো. হুমায়ুন কবির। তদন্ত শেষে তিনি আদালতে অভিযোগপত্র জমা দেন।
মিন্নিকে দণ্ডাদেশের পর গাজীপুরের মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বর্তমানে তার মুক্তির জন্য হাইকোর্টে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মিন্নির বাবা। এদিকে রায় কার্যকরের অপেক্ষায় নিহত রিফাত শরীফের পরিবার।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।