নিজস্ব প্রতিবেদক।।
পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ছয় হাজার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১জুলাই) বীজ সংরক্ষণাগার উপজেলা কৃষি অফিসে আনুষ্ঠানিকভাবে এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করাহয়।
উপজেলার ছয় হাজার উপকারভোগী কৃষকরা, বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ এবং বীজ, সার পেয়ে আনন্দিত হয়ে এ কর্মসূচিকে ধন্যবাদ জানিয়েছেন। কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসাইন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসাইন জানান, এ কর্মসূচির আওতায় ঐতিহাসিক প্রণোদনা উপজেলায় মোট ছয় হাজার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, চারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।