শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মুলাদীতে পরিত্যক্ত ভবনে পাঠদান, শিক্ষার্থীরা আতংকে

ভূঁইয়া কামাল, মুলাদী

বরিশালের মুলাদী পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত ৪৫নং চরডিক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় বহুদিন ধরে পরিত্যক্ত। এ পরিত্যক্ত ভবনে জীবনের ঝঁকি নিয়ে লেখাপাড়া করছে কমলমতী শিক্ষার্থীরা আর পাঠদান করে আসছে শিক্ষকগণ। বিদ্যালয়ে সামান্য বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে পানি পড়ে, ছাদ চুইয়ে পানি ঝরে। বেঞ্চের সংকটের কারণে নানাবিধ সমস্যায় দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ে ২১২ জন শিক্ষার্থী রয়েছে। এ ভবন ধ্বসে যাওয়ার ভয়ে বর্ষা মৌসুতে শিক্ষাথীদের সংখ্যা কমে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম জানান, “আমি প্রতি বছরই ভবনের জন্য আবেদন করে আসছি। এমনকি প্রতি মাসিক রিটার্নের সাথেও ভবনটিকে পরিত্যক্ত হিসেবে রিপোর্ট করছি। তবুও ভবনের কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের।

বিদ্যালয়টিতে বর্তমানে ২১২ জন ছাত্র-ছাত্রী এবং ৯ জন শিক্ষক রয়েছে। বৃষ্টির দিনে শিক্ষার্থীদের একাংশ বিদ্যালয়ে আসতেই পারে না। যাঁরা আসে, তাঁদের বসতে হয় বারান্দায় বা ভেজা মেঝেতে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো: রেজাউল করিম বলেন, “চরডিক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টি আমরা অবগত। ইতিমধ্যে এলজিইডি অফিসে ভবনের আবেদন পাঠানো হয়েছে।
এলাকাবাসী দ্রæত বিদ্যালয়টির জন্য নতুন ভবনের নির্মাণের দাবি জানিয়েছেন বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটার আগেই।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *