বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

আমতলী থানার পাশের সড়কের দ্রুত সংস্কার দাবি এলাকাবাসীর

আমতলী প্রতিনিধি।।

বরগুনা আমতলীর পৌরসভা এলাকার ০৪নং ওয়ার্ডে অবস্থিত আমতলী থানার পশ্চিম পাশের সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো মানুষ যাতায়াত করে থাকলেও, পথটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে।

বিশেষ করে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে স্থানীয় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমতলী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়, আমতলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, ও এম ইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। খানাখন্দে ভরা, কর্দমাক্ত ও চলাচলের অনুপযোগী এই পথটি বর্ষা মৌসুমে আরও বিপজ্জনক হয়ে ওঠে।

ভুক্তভোগী অভিভাবক, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের দাবি এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হোক। তারা স্থানীয় প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে অতি দ্রুত সমস্যার স্থায়ী সমাধান হয়।

আরো পড়ুন

বাবুগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বাংলাদেশ বাণী ডেক্স ঢাকা থেকে পরিবারসহ বরিশালে বেড়াতে এসে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *