তালতলী প্রতিনিধি।।
তালতলী (বরগুনা), ১৪ আগস্ট ২০২৫: সুন্দরবন কোয়ালিশনের উদ্যোগে বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদে অধিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ ওয়ার্ড, গ্রাম ও সম্প্রদায় চিহ্নিতকরণের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা এলাকাভিত্তিক দুর্যোগ ঝুঁকি নিরূপণ, অগ্রাধিকার নির্ধারণ, বিদ্যমান সমস্যা ও সমস্যার কারণ তুলে ধরেন এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, প্রোগ্রাম অফিসার মোঃ রিয়াজুল ইসলাম, ফাইনান্স অফিসার নিলুফার বি আম্মান এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মিসেস বিথী আক্তার ও সাব্বির মাহমুদ আবির।
উল্লেখ্য, সিবিডিপি সুন্দরবন কোয়ালিশনের সদস্য হিসেবে পচাকোড়ালিয়া ইউনিয়নে তিনটি জ্যাপ (জয়েন্ট অ্যাকশন প্ল্যান) বাস্তবায়ন করছে, যার মধ্যে রয়েছে নলকূপ স্থাপন, খাল খনন, মাটির রাস্তা সংস্কার, কাঠের পোল নির্মাণ, আইজিএ কার্যক্রমসহ অন্যান্য উদ্যোগ। এসব কাজের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে।
অনুষ্ঠানটি আয়োজন করেছে কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি), সহযোগিতায় আভাস (AVAS) এবং অর্থায়নে The Sharetrust।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।