ভোলা প্রতিনিধি।।
ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার কে দল থেকে বহিষ্কারের প্রত্যাহারের দাবিতে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তাঁর অনুসারীরা। আজ সোমবার (৭ জুলাই) সকালে চাচড়া ইউনিয়ন পরিষদ মাঠে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঘণ্টাব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, দলের ত্যাগী পরিক্ষিত সৈনিক, আন্দোলন সংগ্রামে বহু হামলা-মামলার শিকার নেতা ইব্রাহিম হাওলাদারের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় লাগাতার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।