শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:1; module: portrait;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Mostly cloudy, icon:1, weatherInfo:102;temperature: 47;

গোপালগঞ্জ হামলার প্রতিবাদে আমতলীতে ছাত্রদের সড়ক অবরোধ

আমতলী,বরগুনা প্রতিনিধি।।

গোপালগঞ্জে এনসিপির মঞ্চ ভাংচুর, নেতাকর্মীদের বহনকারী গাড়ি বহরে হামলার প্রতিবাদে বুধবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত আমতলী -ঢাকা ও আমতলী-কুয়াকাটা-বরগুনা আঞ্চলিক মহাসড়ক ২ ঘন্টা অরোধ করে রাখে আমতলীর বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা। সড়ক অবরোধের সময় তারা গাছের গুরি ফেলে এবং টায়রা জ¦ালিয়ে বিক্ষোভ করে। এসময় তারা নানা শ্লোগানে সড়ক মুখরিত করে রাখে।
বৈষম্যবিরোধী কেন্দ্রীয় ছাত্র প্রতিনিধি মো. আবদুল্লার ফেস বুকে আমতলী-ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধে ডাকের পর স্থানীয় প্রতিনিধিরা এসড়ক অবরোধ করে।

সড়ক অরোধের সময় ঢাকা থেকে কুয়াকাটা ও বরগুনা গামী শত শত যাত্রীবাহী বাস ট্রাক, ত্রি-হুইলার যান্ত্রিকযান মাহেন্দ্রা, সিএনজি ও অটো রিকসা আটকা পরে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৈষম্যবিরোধী নেতাদেও অনুরোধের পর তারা সড়ক অবরোধ প্রত্যাহর করে।
কুকুয়াকা থেকে ছেড়ে ঢাকা গামী গ্রীন লাইন পরিবহনের চালক সোহাগ বলেন, সড়ক অবরোধে ফলে আমতলী একেস্কুল চৌরাস্তা মোরে আমাদের বাসের যাত্রীদের নিয়ে ২ ঘন্টা দাড়িয়ে থাকতে হয়েছে।
ট্রাক চালক রবিন বলেন, ঢাকা থেকে মহিপুর আড়তের মাল নিয়ে যাচ্ছিলাম। এসময় বিকেল ৪টার সময় আমতলী একেস্কুল চৌরাস্তা মোর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের অবরোধে কারনে প্রায় ২ ঘন্টা আটকা ছিলাম। এখন মহিপুর যেতে ২ ঘন্টা বেশী সময় লাগবে।
অবরোধে নেতৃত্বে দেয় বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মো. বেল্লাল হোসেন, ফরহাদ, আবিদ, নাসির ফারদিন ও মৈতি প্রমুখ।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *