শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

গোপালগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

অশোক সেন, গোপালগঞ্জ প্রতিনিধি।।
বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা। আজ বুধবার সকালে জেলা শহরের পৌর পার্কে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক
মুহম্মদ কামরুজ্জামান। সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এবং বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই মেলা চলবে আগামী ৭ দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের সরদার, বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মোস্তফা আল হোসাইন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মেলায় বিভিন্ন নার্সারি ও ব্যক্তি উদ্যোগে প্রায় ৩০টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে ফলদ, বনজ, ঔষধি এবং ফুলের চারা সহ বিভিন্ন ধরনের গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বনায়ন বৃদ্ধি এবং জনসাধারণের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

আরো পড়ুন

পিরোজপুর ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুর প্রতিনিধি পিরোজপুরে ফায়ার সার্ভিসের উদ্যোগে জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনে জেলার অগ্নি নির্বাপন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *