অশোক সেন, গোপালগঞ্জ প্রতিনিধি।।
বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা। আজ বুধবার সকালে জেলা শহরের পৌর পার্কে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক
মুহম্মদ কামরুজ্জামান। সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এবং বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই মেলা চলবে আগামী ৭ দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের সরদার, বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মোস্তফা আল হোসাইন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মেলায় বিভিন্ন নার্সারি ও ব্যক্তি উদ্যোগে প্রায় ৩০টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে ফলদ, বনজ, ঔষধি এবং ফুলের চারা সহ বিভিন্ন ধরনের গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বনায়ন বৃদ্ধি এবং জনসাধারণের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।