বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫.০০ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫.০০ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার ২৭ জুলাই বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদ্যালয়ে অধ্যানরত শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ডলী ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক বৃন্দ।
এ সময় একই সাথে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীকে এবং উপজেলা পর্যায়ে মেধাবী শিক্ষার্থী হিসেবে পুরস্কারপ্রাপ্ত ছাত্রকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
সভাপতির বক্তব্যে সমাজসেবক মাওলানা মোঃ রফিকুল ইসলাম বলেন, তোমরা মেধাবীরা আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। এই কারিগর হতে হলে তোমাদের হতে হবে কঠোর পরিশ্রমী, পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। অভিভাকদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি আপনারা আপনাদের ছেলেমেয়েদের দিকে খেয়াল রাখেন তাহলে ওরা সকলেই আগামীর উজ্জ্বল নক্ষত্র হিসেবে বেড়ে উঠবে। যদি কোনো শিক্ষার্থীর পড়াশোনার জন্য কোনো অসুবিধা হয় তাহলে তার যে কোনো ধরনের সাহায্যের জন্য আমি সর্বদা প্রস্তুত।
এ সময় আরো বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জাহাঙ্গীর ও অভিভাবক সদস্য মঞ্জু ফকির। এ সময় বিদ্যালয়ে অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। ##

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *