শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বোরহানউদ্দিনের বুড়ির খালের মাটির রাস্তার করুণ দশা-চরম ভোগান্তি

রিয়াজ ফরাজি।।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ৫নং ওয়ার্ডের বুড়ীর খালের পাহাড় দিয়ে যাওয়া রাস্তাটি হাজী বাড়ীর কোনা হয়ে পাকা সড়কের সাথে যুক্ত হয়। প্রায় ২কিলোমিটার মাটির রাস্তটি দীর্ঘদিন ধরে অবহেলিত দেখার কেউ নেই। টবগী ইউনিয়নে এতো এতো রাস্তা-ঘাট হচ্ছে, তবে এই রাস্তাটি হচ্ছেনা কেন প্রশ্ন ভোগান্তিতে পড়া ২শতাধিক পরিবারের।

যেমনি রাস্তার বেহাল দশা তেমনি বৃষ্টি হলে চলাচল করা আরও ঝুঁকি। এই ঝুঁকি মনে করে প্রতিনিয়ত বৃদ্ধ থেকে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা চলাচল করে এই মাটির কাঁচা রাস্তাটি দিয়ে। বৃষ্টি হলে রাস্তাটি দিয়ে চলাচল করার অনপোযোগী। প্রতিনিয়ত সমালোচনা করছে সাধারণ মানুষ। বৃষ্টি হলে পানি জমে তৈরি হয় ছোট-বড় গর্ত। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাটির রাস্তাটির অবস্থা এমন হলেও সংস্কারে উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্টরা। ফলে বৃদ্ধ থেকে শুরু করে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, সময় মতো স্কুলে যেতে পারেনা। ফজরের নামাজ পড়তে অনেক বৃদ্ধ মসজিদে যেতে পারেনা, যানবাহন তো দূরে থাক, পায়ে হেঁটে যাওয়াই দুষ্কর। বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তাটি খালের পাহাড় দিয়ে হওয়াতে বৃষ্টি হলে মাটি ধুয়ে পাহাড় ভেঙ্গে যাচ্ছে। এইজন্য রিকশা ও অটো চলাচল করা বন্ধ। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। এছাড়াও কোন লোক অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নিবে, সেই অবস্থাও নাই।

স্থানীয় মসজিদের ইমাম অভিযোগ করে বলেন, বোরহানউদ্দিন উপজেলার টবগী ৫নং ওয়ার্ডের বুড়ীর খালের পাহাড় দিয়ে যাওয়া মাটির রাস্তাটি ২শতাধিক পরিবারের বসবাস। ৩০/৩৫ বছর ধরে রাস্তাটি এমন বেহাল অবস্থা, পুরো রাস্তাটিতে রয়েছে অসংখ্য গর্ত। অন্যদিকে পাহাড় ভেঙ্গে রাস্তাটি এখন কোন রকম মানুষ চলাচল করতে পারবে এছাড়া রিকশা ও অটো চলতে পারবেনা। ভোলা ২আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনি সরেজমিনে এসে দেখে যাবেন, আমরা ২শত পরিবার কি ভয়াবহ অবস্থা আছি। বাজারে আসলে বাড়ীতে যেতে মন চায় না, তিনি আরও জানান- এই এলাকার একটি মেয়ে ভালো একটা জায়গায় বিয়ে দিবে, সেটা থেকেও তারা বঞ্চিত কারণ এমন রাস্তা পরিবেশ দেখলে কোন ভালো পরিবারের মানুষ এই এলাকায় আত্মীয়তা করতে কি আসে?

কিছু এলাকায় কিছু কাজ হলেও অধিকাংশ ওয়ার্ডের সড়কের কোন সংস্কার না হওয়ায় চলাচলে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকায় বসবাসকারীদের। তবে গেল ১৬বছরে তেমন একটা উন্নয়ন দেখা না গেলেও ব্যাক্তি উন্নয়ন ঠিকই হয়েছে বলে জনমনে ধারণা।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *