সোমবার, মে ১২, ২০২৫
JHALOKATHI
JHALOKATHI

ঝালকাঠিতে দিনব্যাপী জাতীয় প্রবাসী মেলার উদ্বোধন 

জাহাঙ্গীর আলম, ঝালকাঠি  প্রতিনিধি:
আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী ”জাতীয় প্রবাসী মেলার” আয়োজন করা হয়েছে।
বুধবার সকালে ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। দিবসটি উপলক্ষে টিটিসি চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টিটিসির অধ্যক্ষ, প্রকৌশলী শামীম হোসেনের সভাপতিত্বে এতে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলসহ আরো অনেকে।
মেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বেসরকারি উন্নয়ন সংস্থাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ১৮টি স্টলের মাধ্যমে অংশ নেন। অংশগ্রহণকারীদের পক্ষ থেকে মেলায় আগতদের বিদেশ যাওয়ার পূর্বে এবং পরে প্রয়োজনীয় পদক্ষেপ সমূহের ধারনা দেয়া হয়।

আরো পড়ুন

শেরে বাংলার জীবনী পাঠ্যবইয়ে  অন্তর্ভুক্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক।। শেরে বাংলার ৬৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, পরবর্তী প্রজস্মের কাছে চির স্মরণীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *