শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গনতান্ত্রিক অধিকার ও জনগণের স্বার্থ রক্ষাই আমার রাজনীতির মূল লক্ষ্য

রিয়াজ ফরাজি।।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর বিএনপির উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর বাজারে নির্বাচনি গণসংযোগে অংশগ্রহণ করেন সাবেক এমপি হাফিজ ইব্রাহিম।

সোমবার (১১আগস্ট) সকালে পৌর বাজারে স্হানীয় ব্যবসায়ীদের মাঝে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। লিফলেট বিতরণের সময় নেতাকর্মীদের মাঝে উৎসাহ -উদ্দীপনা দেখা যায়।

এই সময়ে সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বলেন-গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা, উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষাই আমার রাজনীতির মূল লক্ষ্য” তিনি আরও বলেন- বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো ততবার দেশ ও জনগনের উন্নয়ন হয়েছে।

বিএনপি এ দেশে কখনও লুটপাট চাঁদাবাজি করেনি, বরং সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপি কখনও প্রশ্রয় বা সমর্থন দেয়নি। এবং তাদের দলে কোন জায়গা নেই। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দ্যেশে বলেন – ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে। যদি কেউ দলের নাম ভাঙ্গিয়ে চাঁদা নিতে আসে,আপনারা তাকে আটক করে স্হানীয় প্রশাসনের নিকট সোর্পদ করবেন।

দেশ ও জনগনের উন্নয়নের জন্য ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান।

এইসময় আরও উপস্থিত ছিলেন -পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া সহ- সভাপতি আলী আকবর পিন্টু, আব্দুর রব হাওলাদার, বশির আহম্মদে, যুগ্ন সাধারন সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু, সাইদুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ফাইজুর ইসলাম, ৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার কবির পালোয়ান,সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *