শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বোরহানউদ্দিন জামায়াত ইসলামীর গণসমাবেশ 

এম. জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।

১১আগস্ট সোমবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে গণসমাবেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় গবেষণা ইউনিটের অন্যতম সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের বাংলাদেশের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী মাওলানা মোহাম্মদ ফজলুল করিম ।

এসময় সাচড়া ইউনিয়ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও বাজারে গণসমাবেশ করেন। তিনি বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ  সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, নারী নির্যাতন সহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি বর্তমানে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং হত্যাসহ বিভিন্ন অপকর্ম  বৃদ্ধি পাচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি ।

আমরা চাচ্ছি  ভবিষ্যতে যেন এই ধরনের অপকর্ম আর না হয়। পরবর্তীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে ভোট চান।

এসময় উপস্থিত ছিলেন, মুফতি মাওলানা শফিউল্লাহ, নায়েবে আমীর, বোরহানউদ্দিন উপজেলা, মাওলানা মিজানুর রহমান, আমীর সাচড়া ইউনিয়ন, মোঃ শামিম সেক্রেটারি  বোরহানউদ্দিন পৌরসভা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সহ জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *