এম. জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-২ আসনের বিভিন্ন দলের প্রার্থীগণ নিজ নিজ দলের প্রতীকের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
১২আগস্ট (মঙ্গলবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় গবেষণা ইউনিটের অন্যতম সদস্য অধ্যাপক মুফতী মাওলানা মোঃ ফজলুল করিম, কেন্দ্র ঘোষিত নির্বাচনী গণসংযোগ বাস্তবায়নে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস পরিদর্শন ও বাজারে গণসমাবেশ করেন।
ইতোমধ্যে তিনি গঙ্গাপুর, কুতুবা, বড় মানিকা, সাচরা, দেউলা ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে সফর করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম গতকাল ১১আগস্ট উপজেলা পৌর বিএনপির উদ্যোগে পৌর বাজারে নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করেন।

বাজারে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ধানের শীষ মার্কায় ভোট চান। উভয় প্রার্থী নিজ নিজ দলের ভোট চেয়ে লিফলেট বিতরণ করার সময় নেতাকর্মী ও জনগণের মাঝে উৎসাহ- উদ্দীপনা দেখা যায়।
জনগণ প্রার্থীদের কাছে দাবি করে যাতে বিগত স্বৈরাচারের ন্যায় ভোট কেন্দ্র দখল না করে। ভোটের সুষ্ঠ পরিবেশ ফিরে পেলে স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে আগ্রহী তারা।
তবে এখনো অন্য দলের প্রার্থীদের তেমন কোন প্রচারণা চোখে না পড়লেও গুঞ্জন রয়েছে ধানের শীষ প্রতীকে একাধিক মনোনয়ন প্রত্যাশী দ্রুতই প্রচারণা শুরু করবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।