এম. জামাল বোরহান উদ্দিন প্রতিনিধি ।।
“দুর্নীতির সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ” স্লোগানে ভোলার বোরহানউদ্দিনে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫। বুধবার (১৩আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় বরিশাল ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের উপাধ্যক্ষ মো. সোহরাব হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান-উজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন নাহার।
ফাইনাল পর্বে চ্যাম্পিয়ন হয় বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় কুতুবা মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের দলনেতা ইশরাত জাহান মনা।
বিচারকের দায়িত্ব পালন করেন বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মনিরুজ্জামান, সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক মো. নাছির পাটোয়ারী এবং মো. ফয়েজ আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক সব স্তরে একযোগে কাজ করতে হবে। দুর্নীতিবাজদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা বজায় রাখতে হবে।” তিনি আরও বলেন, “শিশুদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের মাধ্যমে দুর্নীতি যে সামাজিক ব্যাধি তা বোঝাতে হবে।”
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।