আব্দুল্লাহ মামুন :প্রাণিসম্পদ খাতের বৃহৎ স্বার্থে কম্বাইন্ড ডিগ্রি (ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিমেল সায়েন্স) প্রবর্তনের দাবিতে বরিশালের বাবুগঞ্জস্থ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসের পশুপালন অনুষদের শিক্ষার্থীরা ক্লাস বর্জন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার দুপুরে পশুপালন অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পশুপালন অনুষদের সামনে থেকে শুরু হয়ে অনুষদের ডিনের বাসভবনের সামনে দিয়ে প্রশাসনিক ভবন ঘুরে পুনরায় পশুপালন অনুষদে গিয়ে শেষ হয়। এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে সকল প্রকার ক্লাস বর্জন করেন।
পশুপালন অনুষদের লেভেল-৪ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী আবদুল্লাহ হিল কাফি বলেন, “আমাদের চাকরির পরিসর ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে। দেশের অনেক প্রাইভেট চাকরিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা বা কম্বাইন্ড ডিগ্রিধারীরা আবেদন করতে পারছেন, কিন্তু পশুপালন অনুষদের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন। এতে আমাদের ডিগ্রির মূল্য কমছে। দেশের অনেক কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি চালু হওয়ায় এই বৈষম্য আরও প্রকট হচ্ছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী বলেন, “বিসিএস পরীক্ষাতেও আমরা বৈষম্যের শিকার। কম্বাইন্ড ডিগ্রিধারীরা আমাদের তুলনায় বেশি পদে আবেদন করতে পারছেন। এমনকি ভাইভা বোর্ডে আমাদের তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। চাকরিতে প্রবেশের পরও হাতুড়ে ডাক্তারদের কারণে আমাদের পেশাগত মূল্যায়ন কমে যাচ্ছে।”
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানান, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এ বিষয়ে পশুপালন অনুষদের ডিন জাহাঙ্গীর আলমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।