আজিম উদ্দিন খান, লালমোহন, ভোলা: ভোলার লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট শনিবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মুহাদ্দিস মাওলানা আব্দুল হক। উপজেলা সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একেএম ফখরুদ্দিন খান রাজী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, অঞ্চল টিম সদস্য ও ভোলার তদারককারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিপির কেন্দ্রীয় সদস্য সচিব ভোলা -৩ (লালমোহন ও তজুমদ্দিন) এর জামায়াত সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী নিজামুল হক নাঈম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও ভোলা-৩ আসন পরিচালক মাওলানা আখতার উল্লাহ। এছাড়াও ঢাকা মহানগরী দক্ষিণের সিডিএফ সহ- সভাপতি কামাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি নুর মোহাম্মদ হেলালি, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এম এ হাসান,কালমা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কাজী শাহে আলম, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলমগীর সোহাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাসনাইন আল মুসা, ধলিগৌরনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জিয়াউল হক নোমান, চরভুতা ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা নিজাম উদ্দিন, বদরপুর ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক রুহুল আমিন, রমাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মামুনুর রশিদ।
সম্মেলনে ৮৩টি কেন্দ্রের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলনে মহিলা প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন। এসময় নিজামুল হক নাঈম বলেন, ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, ফ্যাসিবাদ হলো কিছু আচরণের নাম। যারা দাড়িপাল্লায় ভোট দিলে ভোটারের জিহ্বা কেটে দেয়ার হুমকি দেয়, হাত-পা কেটে দেয়ার ঘোষণা দেন, তারাও ভোট কেন্দ্রে আসার আগে মা, বাবা ও স্ত্রী সন্তানদের কাছ থেকে মাফ সাফ নিয়ে আসবেন। প্রধান অতিথি ফখরুদ্দিন খান রাজী বলেন, ভোট চাই, নোট চাই এবং ভোট কেন্দ্রের সুরক্ষা চাই। এজন্য কেন্দ্র প্রতি দুইশত প্রতিনিধি ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, যারা আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে। এটি এম আজহারুল ইসলামকে মানায় রশি, হাতে হ্যান্ডকাফ আর পায়ে বেড়ি লাগিয়ে অপমান করেছে। তাদের বিচারের দৃশ্যমান এই দৃষ্টান্ত দেখে ডিসেম্বরে নির্বাচন দিলেও আমাদের আপত্তি নেই। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। উল্লেখ্য যে এ সম্মেলনে সভাপতি আব্দুল হক সাতটি ইউনিয়নের সাতজন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।