বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পটুয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৫লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক।।

পটুয়াখালীর মহিপুর থানাধীন আন্ধারমানিক নদীর মোহনায় খাজুরা বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫জনকে ৫লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার শেষ বিকালে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ এবং ১৫ধারায় এই দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— পিরোজপুর জেলার স্বরুপকাঠির মো. জীবন (৩৫), একই এলাকার মো. শাহীন (৫৫) ও মো. রেজাউল (৪২), ফরিদপুর জেলার বোয়ালমারীর মো. মনিরুল ইসলাম (৪২) এবং বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়ার মো. রবিউল (৪৩)।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, ‘খাজুরা বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আরো পড়ুন

বাবুগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বাংলাদেশ বাণী ডেক্স ঢাকা থেকে পরিবারসহ বরিশালে বেড়াতে এসে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *