বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

কাঠালিয়া প্রেসক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আঃ রহিম কাঠালিয়া প্রতিনিধি।।

সমৃদ্ধির লক্ষ্যে, আগামীর পথে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া প্রেস ক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (২সেপ্টেম্বর) বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও ক্লাবের পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানো।

পরে প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি মাসউদুল আলমের সভাপতিত্বে এবং সাংবাদিক মো. মহসিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংবাদিক সারোয়ার শিকদার, খাইরুল আমিন ছগির, নাসির উদ্দিন, জাকির হোসেন, মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ জুয়েল, জাহিদুল ইসলাম, ফয়সাল আহমেদ, আঃ রহিম,শাকিল আহমেদ, আহমুদুল্লাহ রবিউল, ইলিয়াস হাওলাদার, মাহফুজুর রহমান গাজী, সিরাজুল ইসলাম রনি, রাকিবুল ইসলাম বাপ্পি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্থানীয় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সমাজের অনিয়ম-দুর্নীতি ও সমস্যাগুলো তুলে ধরছেন। গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে প্রেস ক্লাবের কার্যক্রম বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *