বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

৩৬ শে জুলাই

মরিয়ম বিনতে আজাদ।।

দেশটা কেমন জ্বলছে দেখো,
অত্যাচারের সীমা পার!
মরছে আমার ভাই-বোনেরা;
মায়ের বুকে হাহাকার!

অত্যাচারীর খড়গ থেকেও
রেহাই পায়নি অবোধ যাঁরা;
কত মায়ের আহাজারি!
বাবা হলেন-ছেলে হারা।

আর কত প্রাণ ঝরবে বলো!
ভরবে কত কারাগার?
কত রক্ত ঝরলে পরে;
থামবে তুমি স্বৈরাচার।

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *