মরিয়ম বিনতে আজাদ।।
দেশটা কেমন জ্বলছে দেখো,
অত্যাচারের সীমা পার!
মরছে আমার ভাই-বোনেরা;
মায়ের বুকে হাহাকার!
অত্যাচারীর খড়গ থেকেও
রেহাই পায়নি অবোধ যাঁরা;
কত মায়ের আহাজারি!
বাবা হলেন-ছেলে হারা।
আর কত প্রাণ ঝরবে বলো!
ভরবে কত কারাগার?
কত রক্ত ঝরলে পরে;
থামবে তুমি স্বৈরাচার।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।