বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

লালমোহনে যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক গাঁজাসহ আটক

লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহনে ২০০গ্রাম গাঁজাসহ যুব অধিকার পরিষদ, লালমোহন উপজেলা শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (৫সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী ৮নং ওয়ার্ডের সাতআলী হাওলাদার বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিজানুর রহমান ওই এলাকার মহান নাটকের ছেলে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিজানুর রহমান এলাকায় প্রভাব খাটিয়ে সংগঠন পরিচালনার পাশাপাশি গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং মাদক বিরোধী অভিযানে পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *