বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ব্যারিস্টার আব্দুর রহমান খোকার অর্থায়নে ও নির্দেশনায় ফ্রী সুন্নতে খাৎনা

আজিম উদ্দিন খান।।

নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন- তজুমদ্দিন এর চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুর রহমান খোকার অর্থায়নে ও নির্দেশনায় ফ্রী সুন্নতে খাৎনার আয়োজন করা হয়েছে।

গতকাল জুমাবার লালমোহন ধলিগৌরনগর ইউনিয়নের চতলা হাজী রুহুল আমিন একাডেমীর হল রূমে বিশ জন শিশুকে এই সুন্নতে খাতনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা কাজী মাওলানা মফিজুল ইসলাম,মাওলানা ডা: ওমর ফারুক, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা ইলিয়াস, এবং প্রোগ্রামটি পরিচালনা করেন নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিনের প্রধান সমন্বয়ক সিদ্দিকুর রহমান শান্ত। এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে একজন অভিভাবক বলেন, এই আয়োজনে আমরা সন্তুষ্ট।

একসাথে অনেক শিশুর আয়োজনটি সত্যিই আনন্দদায়ক হয়েছে। এই ধরণের উদ্যোগ আরো ব্যাপক হওয়া দরকার। স্থানীয় সমাজ সেবক ডাঃ ওমর ফারুক বলেন, অসচ্ছল পরিবারের শিশুদের একসাথে এইভাবে খাৎনা করাকে আমরা সাধুবাদ জানাই। আব্দুর রহমান খোকাকে এই ধরনের সামাজিক কাজে এগিয়ে আসায় অভিনন্দন জানাই।

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *