নিজস্ব প্রতিবেদক | স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পেরিয়ে গেলেও মেহেন্দিগঞ্জ উপজেলার দীপাঞ্চল আজও কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া পায়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।
আজ (২৭ জানুয়ারি ) মঙ্গলবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট আদর্শ নগর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এদিন তিনি দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচিতে অংশ নেন।
তিনি বলেন, “বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে ৫৪ বছর আগে। এই দীর্ঘ সময়ে রাষ্ট্রক্ষমতার বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। উন্নয়নের হাওয়া কখনোই তৃণমূল পর্যন্ত পৌঁছায়নি।”
তিনি তুলনা টেনে বলেন, “সিঙ্গাপুর বাংলাদেশ থেকে অনেক পরে স্বাধীনতা অর্জন করেও আজ বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। আর আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে বাধ্য হচ্ছি—আমাদের দেশ তার বয়স অনুযায়ী আজও অনুন্নত।”
মেহেন্দিগঞ্জ উপজেলার ভৌগোলিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, “দ্বীপাঞ্চল হওয়ায় মেহেন্দিগঞ্জ উপজেলা রাষ্ট্রের মূলধারার উন্নয়ন কার্যক্রম থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত নাজুক। এই নাজুক অবস্থার পেছনে সবচেয়ে বড় কারণ হলো দুর্নীতি।”
তিনি আরও বলেন, “আপনারা জানেন, এ দেশ থেকে প্রায় ২৮ লক্ষ ৬০০ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, এই অর্থ দিয়ে ২০০টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল। অথচ একটি পদ্মা সেতুর সমপরিমাণ বাজেট যদি বরিশাল বিভাগে দেওয়া হতো, তাহলে এই অঞ্চলের প্রতিটি রাস্তাঘাট আজ চকচকে হতো।”
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “বাংলাদেশের সকল সমস্যার মূলে রয়েছে দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ। আগামীর বাংলাদেশকে যদি দুর্নীতি ও দুঃশাসনমুক্ত, সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে জনগণকে ঐক্যবদ্ধভাবে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। এর মাধ্যমেই দেশকে এই অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব।”
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন পোদ্দার, সিনিয়র সদস্য মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মো. আলী বিশ্বাস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম মাঈন উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এলাকাবাসী দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যার কথা তুলে ধরে আশাবাদ ব্যক্ত করেন যে, ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে মেহেন্দিগঞ্জ উপজেলাও কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।