শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

শৃঙ্খলা ফেরাতে বোরহানউদ্দিনে প্রশাসনের অভিযান

এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।

বোরহানউদ্দিন পৌরসভায় ২৩সেপ্টেম্বর (মঙ্গলবার) শহরের মূল বাজার এলাকায় সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যত্রতত্রভাবে গাড়ি পার্ক করা ও অগোছালোভাবে ময়লা ফেলার প্রবণতা বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন, রনজিৎ চন্দ্র দাস (সহকারী কমিশনার ভূমি ও প্রশাসক বোরহান উদ্দিন পৌরসভা) সার্বিক সহযোগিতা করেন, বাংলাদেশ নৌবাহিনীর বোরহানউদ্দিন উপজেলার দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টীম। পৌরসভার কর্মকর্তারা জানিয়েছেন, শহরের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে চলবে।

এ সময় সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে, যাতে তারা নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করে এবং ময়লা ফেলে। পাশাপাশি ঘোষণা করা হয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের আচরণ প্রতিহত করতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এটি শহরের পরিচ্ছন্নতা ও যানজট নিয়ন্ত্রণে সহায়ক হবে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *