এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।
বোরহানউদ্দিন পৌরসভায় ২৩সেপ্টেম্বর (মঙ্গলবার) শহরের মূল বাজার এলাকায় সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যত্রতত্রভাবে গাড়ি পার্ক করা ও অগোছালোভাবে ময়লা ফেলার প্রবণতা বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন, রনজিৎ চন্দ্র দাস (সহকারী কমিশনার ভূমি ও প্রশাসক বোরহান উদ্দিন পৌরসভা) সার্বিক সহযোগিতা করেন, বাংলাদেশ নৌবাহিনীর বোরহানউদ্দিন উপজেলার দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টীম। পৌরসভার কর্মকর্তারা জানিয়েছেন, শহরের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে চলবে।

এ সময় সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে, যাতে তারা নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করে এবং ময়লা ফেলে। পাশাপাশি ঘোষণা করা হয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের আচরণ প্রতিহত করতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এটি শহরের পরিচ্ছন্নতা ও যানজট নিয়ন্ত্রণে সহায়ক হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।