বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

নিউটাউনে রাস্তার মাঝখানে দেয়াল নির্মাণে এলাকাবাসীর প্রতিবাদ

স্টাফ রিপোর্টার।।

রাজধানী ঢাকার ডেমরা থানাধীন নিউটাউন আবাসিক এলাকার মুন্সি মসজিদ সংলগ্ন ৬ নম্বর রোডের মাথায় রাস্তার মাঝখানে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এতে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, হঠাৎ করেই কিছু ব্যক্তি দীর্ঘদিনের চলাচলের রাস্তার মাঝখানে দেয়াল নির্মাণ শুরু করে। স্থানীয়রা বাধা দিলেও নির্মাণকাজ চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বহু বছর ধরে এ রাস্তাটি উন্মুক্তভাবে সাধারণ মানুষ ব্যবহার করে আসছেন। হঠাৎ করে রাস্তার মাঝে দেয়াল তুলে পথ রুদ্ধ করার চেষ্টা জনগণের জন্য মারাত্মক দুর্ভোগের কারণ হবে। এতে শুধু যাতায়াত ব্যাহত হবে না, বরং স্থানীয়দের দৈনন্দিন কাজকর্ম ও জরুরি সেবা ব্যবস্থাও ভোগান্তিতে পড়বে।

৬ নম্বর রোডের একাধিক বাসিন্দা বলেন- “এই রাস্তাটা আমরা বহু বছর ধরে অবাধে ব্যবহার করছি। এখন হঠাৎ করে দেয়াল তুলে বন্ধ করে দিলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে। এমন সিদ্ধান্ত জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী।”

এ প্রসঙ্গে নিউটাউন সোসাইটির পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। একইসঙ্গে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা, যাতে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ না হয় এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *