চরফ্যাশন প্রতিনিধি : তারুণ্য উৎসব উপলক্ষ্যে কৃষি ব্যাংক চরফ্যাশন শাখায় প্রকাশ্যে ঋণ বিতরণ এবং ১৮-৩০ বছরের শিক্ষার্থীদের নামে তারুণ্য সঞ্চয় স্কীম চালু হয়েছে। বুধবার কৃষি ব্যাংকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক সঞ্জয় কুমার দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাধিক মৎস্য চাষীর মাঝে ঋণ প্রদান করেন।
এসময় তিনি কৃষি ব্যাংক বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স যোদ্ধা চরফ্যাশন শাখার নুরুদ্দিন পাটোয়ারীর মাদ্রাসা পড়ুয়া কন্যা শারমিন আক্তারকে উপহার হিসেবে একটি বাইসাইকেল প্রদান করা হয়। রেমিটেন্স যোদ্ধা নুরুদ্দিন পাটোয়ারীর বাড়ি উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে।
কৃষি ব্যাংকের চরফ্যাশন শাখা ব্যবস্থাপক মো.জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক ভোলা অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক দেবদাস সরকার, বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক তপন কুমার সরকার, চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাজমুল হুদা, সমাজ সেবা কর্মকর্তা মো. মামুন হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবিরসহ স্কুল শিক্ষার্থী এবং ব্যাংক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কৃষি ব্যাংক চরফ্যাশন শাখা ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, বুধবার পর্যন্ত এ শাখায় তাৎক্ষণিক পাঁচ জন শিক্ষার্থীর নামে সঞ্চয় স্কীম চালু হয়েছে এবং ঋণ দেয়া হয়েছে দুই জন মৎস্য চাষীকে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।