শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

লালমোহনে বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন 

লালমোহন প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলার স্বনামধন্য মানবিক সংগঠন “বুদ্ধির মুক্তি ফাউন্ডেশন” এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
(শনিবার ২৫ ই অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান বাজারে বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাসিম মাতাব্বরের উদ্যোগে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালক মোঃ রাকিব মাতাব্বর ফ্রি মেডিকেল ক্যাম্প  উদ্বোধন করেন।
ভোলা থেকে আগত এম.বি.বি.এস (ঢাকা), সি.সি.ডি (বারডেম) পি.জি.টি (মেডিসিন), সি.এম.ইউ (আল্ট্রা) বিএমডিসি রেজিঃ নং-এ-১১৩৩৭৫, মেডিসিন, হৃদরোগ, গ্যাস্ট্রোলিভার, বক্ষব্যাধি, ডায়াবেটিস, চর্ম, যৌন ও শিশু রোগের চিকিৎসক ডাঃ মোঃ মিজানুর রহমান (দিপু) দিনব্যাপী এ ক্যাম্পেইন পরিচালনা করেন।
এ সময় চেয়ারম্যান বাজার এলাকার অসহায় হতদরিদ্র ও শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে অংশগ্রহণ করে চিকিৎসা সেবা গ্রহন করেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাসিম মাতব্বর জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সফল মন্ত্রী মেজর (অ:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর নির্দেশে এই ফাউন্ডেশনের মাধ্যমে লালমোহন ইউনিয়নের অসহায় হতদরিদ্র যে সব মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না।
তাই আমাদের বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষদেরকে প্রতি মাসের শেষ সপ্তাহে ১দিন  ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হবে।
উল্লেখ্য, বুদ্ধির মুক্তি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে লালমোহন উপজেলায় অসহায় রোগীদের চিকিৎসা সেবা সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরো পড়ুন

ভোলা-বরিশাল সেতুর দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ভোলা- বরিশাল সেতু নির্মানের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০১ডিসেম্বর (সোমবার) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *