মোঃ রাসেল হাওলাদার, ইন্দুরকানী
ইন্দুরকানীতে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে, গত ১ নভেম্বর ছিল পত্রিকাটির প্রতিষ্ঠা দিবস। মাত্র -১বছরেই বৃহত্তর বরিশাল অঞ্চলের পাঠকদের মনে স্থান করে নিয়েছে সংবাদপত্রটি।
৪নভেম্বর সোমবার ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক মোঃ রাসেল হাওলাদারের আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দুরকানী (জিয়ানগর) প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব, ফাইজুল কবির তালুকদার,প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন (বাচ্চু) সাংবাদিক আল-আমীন হোসেন, মারুফুল হক, আরিফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকগন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক বাংলাদেশ বাণী এক বছরে পাঠকদের আস্থা অর্জন করেছে, তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, পত্রিকাটি সত্য প্রকাশ ও বৈষম্যের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা রাখবে।
সাংবাদিক এইচ এম ফারুক হোসেন বলেন, বাংলাদেশ বাণী ইতোমধ্যে পাঠকমনে জায়গা করে নিয়েছে। বরিশাল অঞ্চলে এটি একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে যাচ্ছে।
সাংবাদিক আজাদ হোসেন (বাচ্চু) বলেন,পত্রিকাটি মাত্র এক বছরে যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে, তা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনেরই ফল, আমরা আশা করি বাংলাদেশ বাণী ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব শাহিদুল ইসলাম (শহিদ) বলেন, সংবাদপত্রটির উত্তরোত্তর সফলতা কামনা করছি,সাথে সাথে বিগত এক বছরে যেভাবে সুনাম অর্জন করেছে সে ধারা বজায় রেখে যেন এগিয়ে যেতে পারে সেই কামনা রইল। আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।