শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ইন্দুরকানীতে বাংলাদেশ বাণী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ রাসেল হাওলাদার, ইন্দুরকানী

ইন্দুরকানীতে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে, গত ১ নভেম্বর ছিল পত্রিকাটির প্রতিষ্ঠা দিবস। মাত্র -১বছরেই বৃহত্তর বরিশাল অঞ্চলের পাঠকদের মনে স্থান করে নিয়েছে সংবাদপত্রটি।

৪নভেম্বর সোমবার ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক মোঃ রাসেল হাওলাদারের আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দুরকানী (জিয়ানগর) প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব, ফাইজুল কবির তালুকদার,প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন (বাচ্চু) সাংবাদিক আল-আমীন হোসেন, মারুফুল হক, আরিফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকগন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক বাংলাদেশ বাণী এক বছরে পাঠকদের আস্থা অর্জন করেছে, তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, পত্রিকাটি সত্য প্রকাশ ও বৈষম্যের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা রাখবে।

সাংবাদিক এইচ এম ফারুক হোসেন বলেন, বাংলাদেশ বাণী ইতোমধ্যে পাঠকমনে জায়গা করে নিয়েছে। বরিশাল অঞ্চলে এটি একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে যাচ্ছে।

সাংবাদিক আজাদ হোসেন (বাচ্চু) বলেন,পত্রিকাটি মাত্র এক বছরে যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে, তা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনেরই ফল, আমরা আশা করি বাংলাদেশ বাণী ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব শাহিদুল ইসলাম (শহিদ) বলেন, সংবাদপত্রটির উত্তরোত্তর সফলতা কামনা করছি,সাথে সাথে বিগত এক বছরে যেভাবে সুনাম অর্জন করেছে সে ধারা বজায় রেখে যেন এগিয়ে যেতে পারে সেই কামনা রইল। আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরো পড়ুন

জামায়াত ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে : মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি  ইসলাম মানুষের সর্বক্ষেত্রে পরিব্যাপ্ত, ব্যক্তিজীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন- সর্বক্ষেত্রে ইসলামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *