রিয়াজ ফরাজি: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বোরহানউদ্দিনে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ২০২৫। এ উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। ভোলা জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী, দিবসটি পালনের মূল লক্ষ্য ছিল শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা।দিবসের শুরুতে, বোরহানউদ্দিন উপজেলার ০৭জন শহীদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন পৌর প্রশাসক মেহেদী হাসান ও বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ সদস্যরা নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান জানান, বোরহানউদ্দিনের মোট ০৯জন শহীদের মধ্যে ০৭ জনকেই স্থানীয়ভাবে সমাহিত করা হয়েছিলো। বাকি দুইজন শহীদ দীপ্ত দে-কে মাদারীপুর এবং শহীদ মো. জামাল হোসেন-কে ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।
এদিকে, শহীদ ও আহত পরিবারের সদস্যদের জন্য বিশেষ করে ‘বাস’ ব্যবস্থা করা হয়। একজন অফিস সহকারী এবং একজন অফিস সহায়কের তত্ত্বাবধানে তাদের জেলার মূল কর্মসূচিতে পাঠানো হয়। এছাড়া, দিবসটির গুরুত্ব বিবেচনায় উপজেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়, যেখানে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।
অনলাইন সম্পাদনা: আব্দুল্লাহ আল মামুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।